নতুন করে সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের ফ্রান্স ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপের দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সেখানে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইতোমধ্যেই ফ্রান্সে করোনার চতুর্থ ঢেউ শুরু হয়েছে। এজন্য বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। যদিও সর্বোচ্চ কোভিড রোগী ভর্তির রেকর্ড ভাঙেনি এখনও। তবুও এমন নির্দেশনা জারি করলো যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের জন্য ভ্রমণ সংক্রান্ত ‘চতুর্থ স্তরের’ নির্দেশনা জারি করে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এমন পরামর্শ দেয়ার পরই দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।
সিডিসি’র নির্দেশিকায় বলা হয়েছে, যদি কেউ ফ্রান্সে ভ্রমণ করতে চায়, তাহলে তাকে করোনা টিকার পূর্ণ ডোজ নেয়া থাকবে হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ