নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনাক্তদের ৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী।
ময়মনসিংহ ল্যাবে ২৮১ টি নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়। জেলায় কোভিড-১৯ র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয় ১৮ জনের। তার মধ্যে শনাক্ত ২ জন।
শনাক্তদের নেত্রকোনা জেলা সদরে ২৬ জন, পুর্বধলায় ৮ জন, আটপাড়ায় ১ জন, মদনে ১ জন, কেন্দুয়ায় ২০ জন, দুর্গাপুরে ১১ জন, কলমাকান্দায় ১ জন ও মোহনগঞ্জ ৪ জন রয়েছেন।
এ পর্যন্ত পরীক্ষাগারে ২৮ হাজার ৯৭৮টি নমুনা পরীক্ষার মধ্যে এ পর্যন্ত ২৮ হাজার ৯১২টির রির্পোট পাওয়া গেছে।
জেলায় মোট শনাক্ত ৪ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৫ জন। এছাড়া এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১৩ জনের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত