ঢাকার উত্তরায় অবৈধভাবে টাকার বিনিময়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার অভিযোগে একজনকে আটক করার পর মামলা করেছে পুলিশ। বুধবার দক্ষিণখান এলাকায় ‘দরিদ্র পরিবার সেবা’ নামে একটি ক্লিনিকে অভিযান চালিয়ে বিজয়কৃষ্ণ তালুকদার নামে ওই ব্যক্তিকে (ক্লিনিক মালিক) আটক করা হয়। এসময় ওই ক্লিনিক এবং অভিযুক্ত ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে মডার্না টিকার ২০টি খালি বাক্স ও ২টি টিকার অ্যাম্পুল উদ্ধারের দাবি করেছে পুলিশ।
দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিন আরাফাত এসব তথ্য নিশ্চিত করেন। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
ইয়াসিন আরাফাত জানান, উদ্ধার দুটি অ্যাম্পুলের মধ্যে একটি খালি অবস্থায় ক্লিনিক থেকে এবং আরেকটি আংশিক পূর্ণ অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। টিকার একেকটি বক্সে সাধারণ টিকার ১০টি অ্যাম্পুল থাকে। সে হিসেবে উদ্ধার বাক্সে অন্তত ২০০ অ্যাম্পুল ছিল বলে ধারণা করা হচ্ছে।
আটক ব্যক্তি পুলিশের কাছে নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন। এ ছাড়া সাম্প্রতিক গণটিকা কর্মসূচির আওতায় তিনি উত্তরার একটি টিকাকেন্দ্রে টিকা দিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ বলছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে এই ক্লিনিকে অবৈধভাবে প্রতি ডোজ ৫০০ টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেওয়া হচ্ছে। এমন খবর পেয়েই পুলিশ সদস্যরা ছদ্মবেশ ধারণ করে ওই ক্লিনিকে যান এবং টিকা কেনার কথা জানান।
অভিযুক্ত ব্যক্তি প্রথমে টাকার বিনিময়ে টিকা দিতে রাজি হলেও পরে মত বদলান। এরপর পুলিশের সন্দেহ হলে রাতে ওই ক্লিনিক ও তার বাসায় অভিযান চালানো হয় এবং টিকার বাক্স ও অ্যাম্পুল উদ্ধারের কথা জানানো হয়।
এডিসি বলেন, ইতোমধ্যে তারা এমন তিনজনের খবর পেয়েছেন যারা ওই ক্লিনিকে টাকার বিনিময়ে টিকা দিয়েছেন। ওই ক্লিনিক কোথা থেকে মডার্নার টিকা পেয়েছে, এ পর্যন্ত কয়জন টাকার বিনিময়ে টিকা নিয়েছেন, এর পেছনে আর কারা জড়িত তা জানতে অভিযুক্ত ব্যক্তিকে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশের ধারণা, গণটিকা কর্মসূচির সময় সেখান থেকে টিকা অবৈধভাবে সরিয়ে এই ক্লিনিকে আনা হয়।
সূত্র : বিবিসি বাংলা
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ