মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব কোয়ারেন্টাইনে রয়েছেন। যে কারণে সোমবার মালয়েশিয়ার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারেননি। সম্প্রতি এক করোনা রোগীর সংস্পর্শে যাওয়ায় তাকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানায়।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসমাইল সাবরি আগামী কয়েকদিন সেলফ আইসোলেশনে থাকবেন। ৩১ আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। ইসমাইল সাবরি কোয়ারেন্টাইনে থাকার কারণে তিনি স্বাধীনতা দিবসের আয়োজনে ভার্চুয়ালি অংশ নেবেন।
সোমবার ৩১ জন মন্ত্রী এবং ৩৮ জন উপ-মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। ইসমাইল সাবরি এখনও উপ-প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেননি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি প্রাপ্ত বয়স্ক লোকজনের একটি বড় অংশকে ইতোমধ্যেই ভ্যাকসিনের আওতায় এনেছে। ইতোমধ্যেই দেশটির ৬২ শতাংশ প্রাপ্ত বয়স্ককে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে।
গত ২১ আগস্ট রাজ প্রাসাদে শপথবাক্য পাঠের মাধ্যমে ইসমাইল সাবরি দায়িত্ব গ্রহণ করেন। দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ৪৫ দিনের মাথায় মালয়েমিয়ার নবম প্রধানমন্ত্রী হন তিনি। এর আগে মুহিউদ্দীন সরকারের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
সূত্র : আল-জাজিরা
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ