হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) থেকে আরটি-পিসিআর মেশিনে করোনা টেস্ট করতে পারবেন প্রবাসী যাত্রীরা। বৃহস্পতিবার বিমানবন্দরে ল্যাব বসানোর স্থান পরিদর্শন করে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী গণমাধ্যমকে জানান, ৬ টি ল্যাবে বসবে ১২টি মেশিন। সবকিছুই প্রস্তুত হয়ে গেছে। এই ল্যাব বসলে ২৪ ঘণ্টায় তিন থেকে সাড়ে তিন হাজার নমুনা পরীক্ষা করা যাবে।
জাহিদ মালেক বলেন, ‘বিমানবন্দরে দ্রুত করোনার টেস্ট করার সুযোগ না থাকায় কয়েকটি দেশের শর্ত ছিল আরটি-পিসিআর বসাতে হবে। দ্রুত কার্যকরের দাবিতে আন্দোলন-বিক্ষোভও করেন প্রবাসীরা। সব ঠিক থাকলে আগামী পরশু শনিবারের মধ্যেই বিদেশগামী দেশের মানুষজন এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ