১৯ অক্টোবর, ২০২১ ১০:৩১

করোনায় মৃত্যু ছাড়াল ৪৯ লাখ ১৯ হাজার

অনলাইন ডেস্ক

করোনায় মৃত্যু ছাড়াল ৪৯ লাখ ১৯ হাজার

গত ২৪ ঘণ্টায় চার হাজার ৬৬৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৫ হাজার ৬৬৮ জন। সব মিলিয়ে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ কোটি ১৮ লাখের ঘর। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ ১৯ হাজার।

ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে চারশো বেড়েছে। বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ১৯ হাজার ৩৮৮ জনে। অন্যদিকে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৫৬ জন। মারা গেছেন ৪৫ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও প্রাণহানির ঘটনা দ্বিগুণের বেশি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৬৮ জন। মারা গেছেন ৫৩১ জন। তবে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৯৮ জন লোক মারা গেছেন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৩২৫ জন।

মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিলের নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৭ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৪৪৬ জন। 

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর