২০ অক্টোবর, ২০২১ ১২:১৩

টিকা: দেশে এখনও মজুত ১ কোটি ২৭ লাখ ডোজ

অনলাইন ডেস্ক

টিকা: দেশে এখনও মজুত ১ কোটি ২৭ লাখ ডোজ

ফাইল ছবি

সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৫ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৬৭৬ জন। এখন পর্যন্ত দেশে মজুত টিকার পরিমাণ ১ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৩৬২ ডোজ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, করোনাভাইরাসের ৭ কোটি ১৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকার মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৫ কোটি ৮৮ লাখ ১ হাজার ৫৫ ডোজ টিকা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন। দুই ডোজ মিলিয়ে মঙ্গলবার একদিনে দেওয়া হয়েছে মোট ৫ লাখ ৬২ হাজার ২৭৪ ডোজ টিকা।

উল্লেখ্য, দেশে এখন প্রয়োগ চলছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর