২৬ নভেম্বর, ২০২১ ১১:৫৯

৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

অনলাইন ডেস্ক

৬ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

৬টি দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। ফাইল ছবি

৬টি দেশের নাগরিকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি ছড়িয়ে পড়ার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়-  ইন্দোনেশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মিসর, ও ভারতের নাগরিকদের মধ্যে যারা করোনার টিকার পূর্ণ ডোজ নিয়েছেন তারা সৌদি ভ্রমণ করতে পারবেন। তাদের ক্ষেত্রে এখন থেকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন করা লাগবে না। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাবে।  

সূত্র : আরব নিউজ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

সর্বশেষ খবর