২৭ নভেম্বর, ২০২১ ০৯:৩১

বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল ৫২ লাখ ৬ হাজার

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়াল ৫২ লাখ ৬ হাজার

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে ছয় হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষের শরীরে।

শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ লাখ ৬ হাজার ২৬০ জন। আর মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি আট লাখ ৭৬ হাজার ৪৫৪ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ২৩ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৪৪৮ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে চার কোটি ৯০ লাখ ৫০ হাজার ৪০৮ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৯৯ হাজার ১৩৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে করোনায় তিন কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৪৩১ জন শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ৬৭ হাজার ৪৬৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিলে। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ২০ লাখ ৩৬৭ হাজার ৬৩০ জন এবং মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৪ হাজার মানুষের।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর