২৭ নভেম্বর, ২০২১ ২১:৩৫

যুক্তরাজ্যে দুইজনের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে দুইজনের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

ফাইল ছবি

যুক্তরাজ্যে দুইজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদেরকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে।

শনিবার রাতে ব্রিটিশ গণমাধ্যমকে বিবিসিকে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

সাজিদ জাভিদ জানান, চেমসফোর্ড ও নটিংহামে এই দু’জনকে শনাক্ত করেছে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি। সংক্রমিত দু’জন পরস্পরের সংস্পর্শে এসেছিলেন। ওই দু’জন ও তাদের পরিবারকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের আরও পরীক্ষা করা হবে। এছাড়া তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ট্রাকিং করা হচ্ছে।

যে ব্রিটিশ যাত্রীরা গত কয়েকদিনের মধ্যে দক্ষিণ আফ্রিকা বা তার পার্শ্ববর্তী কোনো দেশ থেকে যুক্তরাজ্যে ফিরেছেন, তাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং এবং ইসরায়েলেও পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসের নতুন এই ধরনটি মূল ভাইরাস ও তার অন্য রূপান্তরিত ধরনগুলোর চেয়ে অনেক দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে বা মানুষকে আক্রান্ত করতে সক্ষম।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর