১৫ জানুয়ারি, ২০২২ ১৩:১৯

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার

অনলাইন ডেস্ক

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ৬৮ হাজার

ফাইল ছবি

ভারতে শুক্রবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল দুই লাখ ৬৪ হাজার। শনিবার আক্রান্তের সংখ্যা আরও বেড়ে দাঁড়াল ২ লাখ ৬৮ হাজার ৮৫৩ জন। দৈনিক আক্রান্তের হার ১৬.৬৬ শতাংশ।

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪০২ জন। ভারতে করোনায় মারা গেছে মোট ৪ লাখ ৮৫ হাজার ৭৫২ জনের। করোনায় সুস্থতার হার ৯৪.৮৩ শতাংশ, যা জানুয়ারির প্রথম দিকেও ৯৭ শতাংশের উপরে ছিল।

ভারতে এখন পর্যন্ত মোট তিন কোটি ৬৮ লাখ ৫০ হাজার ৯৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের ৩.৮৫ শতাংশ বর্তমানে আক্রান্ত। বর্তমানে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ১৭ হাজার ৮২০ জন।

ভারতে দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২১১ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। দৈনিক সংক্রমণের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। সেখানে এক দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৩৮৩ জন।

ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছ’হাজার ৪১ জন। এর মধ্যে দু’ হাজার ৭৮৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর