১৫ জানুয়ারি, ২০২২ ১৬:৪৩

বিভিন্ন সেবা নিয়ে ফের মাঠে নামছে জামিল ব্রিগেড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

বিভিন্ন সেবা নিয়ে ফের মাঠে নামছে জামিল ব্রিগেড
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিনামূল্যে অক্সিজেন-অ্যাম্বুলেন্স সরবরাহসহ ডাক্তারি পরামর্শের মতো বিভিন্ন সেবা নিয়ে আবারও মাঠে নামছে রাজশাহীতে স্বেচ্ছায় সেবাদানকারী সংগঠন শহিদ জামিল ব্রিগেড। শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন জামিল ব্রিগেডের সদস্যরা। মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন শহিদ জামিল ব্রিগেডের প্রধান উপদেষ্টা ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। লিখিত বক্তব্য পাঠ করেন জামিল ব্রিগেডর প্রধান সমন্বয়ক দেবাশিষ প্রামাণিক দেবু।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামিল ব্রিগেডের রাজশাহী জেলার সমন্বয়কারী অধ্যাপক আশরাফুর হক তোতা, ব্রিগেডের মনিটরিং সেলের সদস্য আব্দুল মতিন, সিরাজুর রহমান খান, মনিরউদ্দীন পান্না, নাজমুল করিম অপু, মতিউর রহমান মতি, জেলার সদস্য কামরুল হাসান সুমন প্রমুখ।
 
বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর