১৭ জানুয়ারি, ২০২২ ১৩:৪১

বরিশালে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণ দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে একদিনের ব্যবধানে করোনা সংক্রমণ দ্বিগুণ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে করোনা সংক্রমণের হার একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। রবিবার রাতে পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে ৯০ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২.২২ ভাগ। এর আগে শনিবার রাতের রিপোর্টে ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।

এদিকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে সোমবার সকালে চিকিৎসাধীন ছিলো ১৩ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ১ জন করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন। একই সময়ে নতুন করে একজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। 

২০২০ সালের ১৭ মার্চের পর থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৪শ’ ৬১ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার জন রোগী। এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ১ হাজার ৪শ’ ৫০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪২৮ জন করোনায় আক্রান্ত ছিলেন। 

অপরদিকে দিন দিন করোনা সংক্রামণের হার বাড়লেও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদাসীন বেশিরভাগ মানুষ। কিছু সংখ্যাক মানুষ মাস্ক ব্যবহার করলেও রাস্তাঘাট, মার্কেট, বাজারসহ গণপরিবহনের কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। নামমাত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও এতে সার্বিকভাবে তেমন কোন প্রভাব পড়ছে না জনমনে। ইতিপূর্বে করোনা প্রকোপের সময় বরিশালে দিনে-রাতে সার্বক্ষনিক একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও বর্মমান সময়ে অনেকটা নির্বিকার জেলা প্রশাসন। বক্তব্য বিবৃতির মধ্য দিয়েই করোনা সুরক্ষার দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর