১৮ মে, ২০২২ ১২:২৫

বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে উত্তর কোরিয়া

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সোয়া ৮ লাখ। একই সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দেড় হাজারের বেশি মানুষ। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫২ কোটি ৩৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৯২ হাজার।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫১০ জন এবং মারা গেছেন ৬ জন। পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১৪ লাখ ৮৩ হাজার ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৬ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, জার্মানি, ইতালি, রাশিয়া ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় এই নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ২৯৫ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৪৪ লাখ ৭৩ হাজার ৩৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৭ হাজার ২৭৩ জন মারা গেছেন।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর