রেইজ আইটি সল্যুশন লিমিটেড বাংলাদেশের একটি সুপরিচিত প্রতিষ্ঠান। এর যাত্রা শুরু হয় ২০০৫ সালে সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব সাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ওয়েব এ্যাপলিকেশন ডেভেলপমেন্ট এবং ডেডিকেটেড ও সেয়ারর্ড হোস্টিং ইত্যাদি সেবা প্রদানের মাধ্যমে।
রেইজ আইটি সল্যুয়েশনের ক্লাইট তালিকা খুবই বিস্তৃত: বড় কোম্পানী থেকে শুরু করে মাঝারি ও ক্ষুদ্র পরিসরের প্রায় সকল ব্যবসাই এই তালিকায় অন্তর্ভুক্ত।
রেইজ আইটির আছে বিদেশী কোম্পানী ও ব্যবসায়ীদের সাথে কাজ করারও অভিজ্ঞতা রয়েছে। রেইজ আইটি অনেক ডাইনামিক ওয়েবসাইট, এ্যাপস্ এবং সফটওয়্যার বানিয়েছে ক্লায়েন্টদের জন্য।
দক্ষতা ও উচ্চ মানের সেবার কারণে ক্লায়েন্টরা রেইজ আইটির প্রতি আস্থাশীল ও সন্তুষ্ট। এছাড়া ক্লায়েন্টরা সংশ্লিষ্ট কাজগুলো আর্থিক ক্রয় ক্ষমতার মধ্যে সম্পন্ন করাতে পারে।
বিডি প্রতিদিন/২০ জুন, ২০১৭/ফারজানা