ঈদের আমেজ দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলোতেও। নতুন নতুন ইলেকট্রনিক্স পণ্য দিয়ে ঘর সাজাতে সবাই ছুটছেন দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে। তবে, বরাবরের মতো এবারও ক্রেতাদের আস্থা ও চাহিদার শীর্ষে রয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন পণ্য।
দেশীয় ব্র্যান্ডটির বিভিন্ন অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও ডিস্ট্রিবিউটরদের সূত্রমতে, ঈদ যতই ঘনিয়ে আসছে ওয়ালটন শোরুমে ক্রেতা সমাগম ততোই বাড়ছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশজুড়ে বিস্তৃত ওয়ালটন শোরুমগুলো।
শেষ মূহুর্তে ভিড় অত্যধিক বেড়ে যাওয়ায় ক্রেতা সামলাতেও হিমশিম খাচ্ছেন বেশিরভাগ বিক্রয় প্রতিনিধি। আবার অনেক ক্রেতা তাদের পছন্দের আকর্ষণীয় মডেলের ফ্রিজ, টিভিসহ অন্যান্য হোম এ্যাপ্লায়েন্সেস পণ্যটি যদি বিক্রি হয়ে যায়, এই ভয়ে পণ্য বুকিং দিয়ে শোরুমেই বসে থাকছেন এমন চিত্রের কথাও জানিয়েছেন ওয়ালটনের বিক্রয় প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/২২ জুন, ২০১৭/ফারজানা