কিশোরগঞ্জ জেলা পরিষদের কনফারেন্স রুমে ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা এবং প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। শনিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন- রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল- ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল হামিদ মিঞা এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।
এ সময় গভর্নরের উপস্থিতিতে রূপালী ব্যাংক এসএমই উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/০৯ জুলাই ২০১৭/এনায়েত করিম