রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন আব্দুল মজিদ শেখ ও কৃষিবিদ বিষ্ণুপদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ১১ জুলাই রূপালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ-কে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি প্রদান করা হয়।
আব্দুল মজিদ শেখ ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি (বিআরসি) এর মাধ্যমে রূপালী ব্যাংকে ১৯৮৬ সালে সিনিয়র অফিসার হিসাবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ইতোপূর্বে তিনি সফলতার সাথে বিভিন্ন শাখা, অঞ্চল প্রধান, বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি সর্বশেষ প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যাংকিং কর্মকান্ডের পাশাপাশি তিনি সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৮ সালে মুন্সিগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ভারত, সৌদি আরব, জাপান, সিংগাপুর, সাউথ আফ্রিকা, ফ্রান্স, অষ্ট্রিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমন ও ব্যাংকিং সেমিনারে অংশগ্রহন করেন।
বিডি প্রতিদিন/১১ জুলাই ২০১৭/হিমেল