বিশ্বের সবচেয়ে শক্তিশালী গেমিং ল্যাপটপ আরওজি জিএক্স ৮০০ নিয়ে এসেছে তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস । ল্যাপটপটির বিশেষত্ব এর শক্তিশালী কনফিগারেশান আর দুর্দান্ত শীতলকরণ প্রক্রিয়া। গত ১৮ জুলাই এই ল্যাপটপটি উন্মোচন করা হয়।
রিপাবলিক অফ গেমার সিরিজের এই নোটবুকটিতে দেয়া আছে ১৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ (এস এল আই) গ্রাফিক্স প্রযুক্তি। পুরো সিস্টেমটিকে ওভার ক্লক করাতে ব্যবহৃত হয়েছে লিকুইড হাইড্রো কুলিং সিস্টেম, যা ব্যবহার করে এর প্রসেসরের ক্লক স্পীড ২.৯ থেকে ৪.৪ গিগাহার্য পর্যন্ত নেয়া সম্ভব। হাইড্রো কুলিং সিস্টেমটি প্রসেসর আর গ্রাফিক্স কার্ডকে শীতল রাখতে তরল প্রবাহিত করে যা এতে অবস্থিত কমপ্রেসার এর মাধ্যমে স্বয়ংক্রীয়ভাবে সর্বদা শীতল করতে থাকে। এই হাইড্রো কুলিং প্রযুক্তি আসুস-ই সর্বপ্রথম ব্যবহার করছে। এতে থাকছে ইন্টেলের সপ্তম প্রজন্মের কোর আই-৭ প্রসেসর আর ৬৪ গিগাবাইট ডিডিআর ৪ র্যাম। এর স্টোরেজে থাকছে ১.৫ টেরাবাইট এসএসডি।
১৮.৪ ইঞ্চির ল্যাপটপটি বিশ্বের প্রথম ফোরকে ইউএইচডি গেমিং সমর্থিত। এতে আরো থাকছে এন ভিডিয়া জি সিঙ্ক প্রযুক্তি যা গেম-গ্রাফিক্সের গতিকে করে বাধাহীন। ল্যাপটপটি ভিআর গেমিং সমর্থন করে, তাই ভার্চ্যুয়াল রিয়ালিটিতে গেম খেলায় ল্যাপটপটির পুরো প্রযুক্তি যোগ করবে নতুন মাত্রা। গেম খেলোয়াড়দের জন্য কিবোর্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই আরওজি জিএক্স ৮০০ নোটবুকটিতে ব্যবহার করা হয়েছে অরা আরজিবি সমর্থিত ম্যাকানিকাল কিবোর্ড। এছাড়াও এর ব্যবহারকারী তার পছন্দ মত কি-বোর্ডের রঙ পাল্টে নিতে পারবেন। আসুস আর ও জি জিএক্স ৮০০ নোটবুকটির মূল্য পড়বে ৬ লাখ টাকা।
বিডি প্রতিদিন/১৯ জুলাই, ২০১৭/ফারজানা