শুক্রবার সকালে রূপালী ব্যাংক লিমিটেড ক্রীড়া পরিষদের উদ্যোগে ব্যাংকের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি , ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও আতাউর রহমান প্রধান এবং পরিচালক দীনা আহসান।
খেলার মাঠে উপস্থিত হন পরিচালক অধ্যাপক ড. সুশীল রঞ্জন হাওলাদার ও ড. হাসিবুর রশীদ। দিনব্যাপী এই প্রতিযোগিতায় ব্যাংকের সারাদেশের ৫৬৮টি শাখা থেকে বাছাই করা প্রতিযোগীরা এতে অংশ নিচ্ছেন।
এ সময় ক্রীড়া পরিষদের সভাপতি ও ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোরশেদ আলম খন্দকার, বেলায়েত হোসেন, জিএম কাইসুল হক, অরুণ কান্তি পাল, শফিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও জিএম খান ইকবাল হোসেন, গোলাম মর্তুজা, সানচিয়া বিনতে আলী, ক্রীড়া পরিষদের সদস্যরাসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিল।
বিডি প্রতিদিন/কালাম