ক্রিকেট বিশ্বকাপ ও ঈদুল ফিতর উপলক্ষে টেলিভিশন কিনে নতুন গাড়ি পাওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোর-এর আওতায় কিস্তি সুবিধায় টিভি কিনে নতুন গাড়ি পেলেন ঢাকার নারী উদ্যোক্তা তানিয়া মেসবাহ।
রবিবার রাজধানীর মিরপুর কচুক্ষেতে ওয়ালটন প্লাজা’য় আয়োজন করা হয় ‘গাড়ি হস্তান্তর’ অনুষ্ঠানের। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তানিয়া’র হাতে নতুন গাড়ির চাবি তুলে দেন স্থানীয় সাংসদ আকবর হোসেন খান পাঠান (চিত্রনায়ক ফারুক)।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এসএম জাহিদ হাসান, হুমায়ূন কবীর ও মোহাম্মদ রায়হান, টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ, টিভি সার্ভিস ডেভলপমেন্ট বিভাগের সমন্বয়ক মারুফ হাসান, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস, অনুষ্ঠানের সমন্বয়ক এসকে তোফাজ্জল হোসেন সোহেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় দেশের যে কোন ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও ই-প্লাজা থেকে এলইডি বা স্মার্ট টিভি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন নতুন গাড়ি। এছাড়াও রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার অথবা ফ্রিজ, টিভি, এসিসহ হাজার পণ্য ফ্রি পাওয়ার সুযোগ।
উল্লেখ্য, টিভির পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে এরইমধ্যে নতুন গাড়ি পেয়েছেন কিশোরগঞ্জের আব্দুল মমিন বাচ্চু ও নোয়াখালির মহিন উদ্দিন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ