তাৎক্ষণিক এয়ার টিকেট সেবা দিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অনলাইন টিকেটিং এজেন্সি ২৪টিকেটডটকম (www.24tkt.com)। এয়ার টিকেট ব্যবসায়ী এবং যে কেউ সর্বোচ্চ ছাড়কৃত মূল্যে এখান থেকে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল রুটের এয়ার টিকেট কিনতে পারবেন।
মঙ্গলবার রাজধানীর মহাখালী ডিওএইসএসে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম শফিকুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে ২৪টিকেটডটকম'র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, যারা এয়ার টিকেটিং ব্যবসা করছেন বা করতে আগ্রহী তাদের জন্য সবচেয়ে বড় অনলাইন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ২৪টিকেটডটকম। ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে যে কেউ সহজেই নিবন্ধন করতে পারবেন। যাদের নিবন্ধন গ্রহণ করা হবে তারা ২৪টিকেটডটকমের মাধ্যমে ভ্রমণকারীদের কাছে এয়ার টিকেট বিক্রি করতে পারবেন।
তিনি আরও জানান, প্রথম ১০০ জন নিবন্ধকারী এজেন্টকে ডোমেস্টিক ফ্লাইটের সকল টিকেটে ১০ শতাংশ এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকেটে আকর্ষণীয় ছাড় দেয়া হবে। জুন মাস থেকে এজেন্ট ছাড়াই যে কেউ ২৪টিকেটডটকমের ওয়েবসাইট থেকে ছাড়কৃত মূল্যে তাৎক্ষণিক টিকেট কিনতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, ২৪টিকেটডটকম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্যবসায়ী প্রতিষ্ঠান বিডি ট্যুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম