আইআইবিএটি পরিবারের পক্ষে, উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি (ইউজিসি) কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ইউজিসি ভবনে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় আইইউবিএটির উপাচার্য তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রতিনিধিদলের মধ্যে ছিলেন আইইউবিএটির উপ উপাচার্য অধ্যাপক ড.হামিদা আখতার বেগম, জনসংযোগ কর্মকর্তা মোঃ আল আমীন সিকদার শিহাব, মিডিয়া রিলেশন অফিসার মোঃ আবু হানিফ।
অধ্যাপক ড. আব্দুর রব, আইইউবিএটির সার্বিক অবস্থা সম্পর্কে অধ্যাপক শহীদুল্লাহকে অবহিত করেন। অধ্যাপক ড. শহীদুল্লাহ আশ্বাস দেন উচ্চশিক্ষা উন্নয়নে সকল বিশ্ববিদ্যালয়কে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন