দেশের সুখ্যাতিসম্পন্ন জীবন বীমা কোম্পানি, গার্ডিয়ান লাইফ সম্প্রতি শেখ রাকিবুল করিম কে চীফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ করেছে।
এই মুহুর্তে দেশের সর্বোচ্চ ক্রমবর্ধমান জীবন বীমা কোম্পানিটির শীর্ষ ব্যবস্থাপনা পর্যায়ে এই সংযুক্তির প্রধান উদ্দেশ্য ছিলো অর্থনৈতিক দৃঢ়তা এবং বিনিয়োগ কৌশলকে আরো নিখুঁত এবং শক্তিশালী করে তোলা।
রাকিব ইন্সটিটিউট অব চাটার্ড অ্যাকাউন্টেটস অব বাংলাদেশের (আইসিএবি-র) একজন ফেলো মেম্বার। ২০০৬ সালে আইসিএবি’র তত্ত্বাবধানে থাকা কেপিএমজি বাংলাদেশ থেকে তিনি এই যোগ্যতা অর্জন করেন। গার্ডিয়ান লাইফে যোগদান করার পূর্বে তিনি ডিরেক্টর-অডিট এবং অ্যাডভাইসরি সার্ভিসেস হিসেবে কেপিএমজি বাংলাদেশে কর্মরত ছিলেন।
কেপিএমজি, বাংলালিংক এবং গ্রামীণফোনের মতো অত্যন্ত প্রশংসিত কোম্পানিগুলোর সিনিয়র ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পদে ১৬ বছরেরও বেশি ক্রমবর্ধিত কাজের অভিজ্ঞতাই রাকিবের সামর্থের পরিচায়ক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন