ইনফিনিক্সের নতুন ফোনস্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের হট সিরিজের পোর্টফোলিওতে নতুন যুক্ত হচ্ছে ইনফিনিক্স হট-৮। হট-৮ -এর চমক বিশাল ব্যাটারি, বড় ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা। ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের হট-৮ বিক্রি শুরু হবে ১ নভেম্বর থেকে http://www.daraz.com.bd সাইটে। এর দাম ৭ হাজার ৪৭ টাকা।
হট-৮ সেটে আছে ৫০০০ এমএইচ ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে ব্যবহারকারীরা তাদের ফোন চার্জ না করেও কয়েক দিন চলতে পারবেন। এটি দ্রুত চার্জ প্রযুক্তি সমর্থন করে। এর সামনে ৬ দশিমক ৬ ইঞ্চি এইচডি প্লাসের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে যাতে ব্যবহারকারীরা ৯০ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাত উপভোগ করতে পারবেন। এর স্টোরেজ সক্ষমতা ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে যা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এই ফোনে আছে ট্রিপেল রেয়ার ক্যামেরা যা ১৩ মেগাপিক্সেল +২মেগাপিক্সেল’র ক্যামেরা আর তৃতীয় ক্যামেরা লো লাইটের জন্য। ফোনের ফ্রন্টে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনটি অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত। ফোনে আছে ২.৫ ডি কার্ভড গ্লাস প্রোটেকশান। এতে ব্যবহৃত হয়েছে ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর। বাড়তি সুরক্ষার জন্য ফোনটির পেছনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলক বৈশিষ্ট্যটি এই স্মার্টফোনটিতে পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/শফিক