৯ম বর্ষপূর্তি উপলক্ষে ৫টি আন্তর্জাতিক এবং ২টি আভ্যন্তরীণ রুটে টিকেট মূল্যে ৫০% পর্যন্ত আকর্ষণীয় ছাড় দিয়েছে রিজেন্ট এয়ারওয়েজ।
সব শ্রেনীর মানুষ বিশেষ করে মধ্যবিত্তদের বেড়ানো সহজ ও সাশ্রয়ী করতে গত ৭ বছর ধরে বর্ষপূর্তিতে মূল্যছাড়ের এই বিশেষ অফার দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমানসংস্থাটি।
ছাড়ের পর সকল ট্যাক্সসহ ঢাকা থেকে কলকাতা যাওয়া-আসা ৮,৯৯৯ টাকা, সিঙ্গাপুর ১৯,৯৯৯, কুয়ালালামপুর ১৯,৯৯৯, মাসকাট ২৪,৪৯৯, দোহা ২৫,৯৯৯ টাকা এবং চট্টগ্রাম ৪,০০০, কক্সবাজার ৬,০০০ টাকা করা হয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম থেকে কলকাতা যাওয়া-আসা ৮,৯৯৯ টাকা, মাসকাট ২৪,৪৯৯, দোহা ২৫,৯৯৯ ও ঢাকা ৪,০০০ টাকা এবং কক্সবাজার থেকে ঢাকা যাওয়া-আসা ৬,০০০ টাকা করা হয়েছে।
রিজেন্টের দেশব্যাপী সেলস্ সেন্টার ও ট্রাভেল এজেন্ট থেকে আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০১৯ এর মধ্যে সাশ্রয়ী মূল্যের এই টিকেট কেনা যাবে। ভ্রমণ করতে পারবেন ১ নভেম্বর থেকে আগামী বছরের (২০২০) ২৪ অক্টোবর পর্যন্ত যাত্রীর পছন্দ মতো সময়ে।
এছাড়া বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআই সুবিধায় সুদবিহীন (শূন্য%) সহজ কিস্তিতে এই টিকেট কিনতে পারবেন।
বিস্তাারিত জানতে ও বুকিং দিতে রিজেন্ট এয়ারওয়েজের হটলাইন ১৬২৩৮/+৮৮০-৯৬৬৬৭১৬২৩৮, ওয়েবসাইট ও ফেসবুকে ভিজিট কিংবা মোবাইলএ্যাপস ডাইনলোড করে বা নিকটস্থ ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) হানিফ জাকারিয়া জানান, দেশে-বিদেশে বেড়ানো সাশ্রয়ী হওয়ায় প্রতিবছর রিজেন্টের এই আকর্ষনীয় অফারের অপেক্ষায় থাকে সব শ্রেনীর মানুষ। যার মাধ্যমে গত ৭ বছরে বিপুল সংখ্যার ভ্রমনপিপাসু উপকৃত হয়েছেন। একমাত্র রিজেন্টই ২০১৩ সাল থেকে এ ধরনের বিশেষ অফার দিয়ে আসছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ