এ্যাপোলো হসপিটালস ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি-তে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা’ বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ইউনিভার্সিটি’র শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টি’র চেয়ারম্যান বেনজীর আহমেদ। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটি’র হেল্থ অ্যান্ড লাইফ সায়েন্সেস স্কুল-এর ডিন প্রফেসর ডা. জি ইউ আহসান এবং এ্যাপোলো হসপিটালস ঢাকা’র মেডিক্যাল অঙ্কোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. রাজু তিতাস চাকো।
এছাড়া সেখানে শুভেচ্ছা বক্তব্য ও সেশন বক্তব্য পেশ করেন যথাক্রমে নর্থ সাউথ ইউনিভার্সিটি’র পাবলিক হেল্থ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. দীপক কুমার মিত্র এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম। এই অনুষ্ঠানের হেল্থ কেয়ার পার্টনার ছিল রোশ বাংলাদেশ লিমিটেড।
বিডি প্রতিদিন/এ মজুমদার