এসিআই মোটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে মুন্সিগঞ্জে যাত্রা শুরু করলো মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ। মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়েতে (নিমতলা, সিরাজদিখান) অবস্থিত ফোটনের শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংসের সুবিধা পাওয়া যাবে।
ফোটনের ১ থেকে ৩.৫ টনের পিকআপসহ অন্য সব ভারী যান এ শো-রুমে পাওয়া যাবে। ফোটন শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসিআই মোটরসের সেলস ডিরেক্টর আজম আলি, ডিলার রবিন মাহমুদ, এসিআই মোটরসের অন্য কর্মকর্তা এবং অসংখ্য গ্রাহক ও শুভানুধ্যায়ী।
ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রিত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড। এ পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লাখের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সব প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হিসেবে এসিআই মোটরস চলতি বছর গাড়ি বিক্রি শুরু করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি-প্রতিদিন/শফিক