মেটলাইফ বাংলাদেশ এবং এসিই কনসালট্যান্টস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এসিই কনসালট্যান্টস লিমিটেড-এর প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী এসিই-এর কর্মীদের গ্রুপ লাইফ এবং মেডিকেল কভারেজ সুবিধা প্রদান করবে মেটলাইফ বাংলাদেশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের জেনারেল ম্যানেজার, সৈয়দ হাম্মাদুল করীম এবং এসিই কনসালট্যান্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুজ্জামান। এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ