স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর উদ্যোগে সম্প্রতি এসইউবি’র মেইন ক্যাম্পাসে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইউবি’র উপাচার্য অধ্যাপক এম. শাহজাহান মিনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসইউবি’র আইন বিভাগের সহকারী অধ্যাপক ও হেড জিনাত আমিন শিফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসইউবি’র আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডঃ আসিফ নজরুল, সহযোগী অধ্যাপক মোঃ আজগর আলী ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। কর্মশালাটি পরিচালনা করেন এসইউবি’র ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)-এর পরিচালক আবু তাহের খান।
কর্মশালায় প্রধান অতিথির ভাষণে অধ্যাপক এম. শাহজাহান মিনা বলেন, আইনের শিক্ষার্থীদের জন্য বিচার বিভাগ ও বিচার ক্যাডারের বাইরেও দেশে-বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে। আর সেসব সুযোগ কিভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে ধারণা ও সূত্র খুঁজে পাবার লক্ষ্যেই ক্যারিয়ার প্ল্যানিং শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়েছে। তিনি বিভাগের স্নাতকদের শুধু দেশের সীমানার ভেতরে চাকরি না খুঁজে দেশের বাইরেও ব্যাপকভাবে ছড়িয়ে পরার পরামর্শ দেন। আর সে ছড়িয়ে পড়ার কৌশলটি কিভাবে আয়ত্ত্ব করা যায়, সেটিও এ কর্মশালা থেকে অনেকখানি পাওয়া হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
এসইউবি’র আইন বিভাগ থেকে পাশ করে স্নাতকরা ইতোমধ্যে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকার কথা উল্লেখ করে অধ্যাপক এম. শাহজাহান মিনা বলেন, এসইউবি’র প্রতিটি শিক্ষার্থীই যেন পাশ করে বেরুনোর পর সম্মানজনক পেশায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সে ব্যাপারে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে পরামর্শ ও আনুষঙ্গিক সহায়তাদানের জন্য সম্প্রতি এসইউবি’র ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের কার্যক্রমকে জোরদার করার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসইউবি’র শিক্ষার্থীরা শিগগিরই দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যত্রও নিজেদের কর্মক্ষেত্র খুঁজে পেতে সক্ষম হবে। কর্মশালায় আইন বিভাগের ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদেরকে নিয়ে কিছুদিন পর আরেকটি ফলোআপ করে কর্মশালার আয়োজন করা হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ