আকিজ গ্রুপ'র ড্রিংকিং ওয়াটার ব্র্যান্ড স্পা'র আয়োজনে সম্প্রতি স্পা ট্যুর দ্য রেইনবো’ ফটোগ্রাফি প্রতিযোগিতার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। দেশের তরুণ ফটোগ্রাফারদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতার ১৫ জন বিজয়ী পেয়েছেন ভারতের চেরাপুঞ্জি ভ্রমণের সুযোগ।
তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, প্রফেশনাল ও নন প্রফেশনাল ফটোগ্রাফারসহ ৪৩০০জনের ক্যামেরায় তোলা ল্যান্ডস্কেপ, ম্যাক্রো এবং প্রকৃতির প্রাণবন্ত প্রায় ১১৯৬০টি ছবি প্রর্দশন করা হয়। সেখান থেকে সেরা ৯০টি ছবি নিবার্চন করে জাতীয় জাদুঘর-এর গ্যালারীতে আয়োজন করা হয় একটি গ্র্যান্ড ফটোগ্রাফি এক্সিবিশন। সেখান থেকে ১৫জন ফটোগ্রাফারকে বিজয়ী নির্বাচন করা হয়।
প্রতিযোগিতার পুরস্কার হিসাবে বিজয়ী ১৫জন তরুণ ফটোগ্রাফার পেয়েছেন স্বনামধন্য ফটোগ্রাফারদের সাথে ৪ রাত ৩ দিনের ভ্রমণে ভারতের চেরাপুঞ্জি ঘুরে আসার সুযোগ। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ফটোগ্রাফার আসাফ উদ দৌলা, মোঃ শফিকুল আলম কিরণ, আজিম খান রনি।
এর আগে এ প্রতিযোগিতা উপলক্ষ্যে সাউথ ইস্ট ইউনির্ভাসিটি, সাউথ এশিয়া ইউনির্ভাসিটি, স্ট্যামফোর্ট ইউনির্ভাসিটি, ইউনাইটেড ইউনির্ভাসিটি অব বাংলাদেশ, ইনডিপেন্টেড ইউনির্ভাসিটি অব বাংলাদেশসহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফি বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ