ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের তৃতীয় আসরে দেশের ৭৯টি ডিজিটাল ক্যাম্পেইনকে শনিবার একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫শ’ ডিজিটাল প্রফেশনাল।
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড দেশের ডিজিটাল উদ্যোগগুলোকে সম্মাননা প্রদানের জন্য একমাত্র প্ল্যাটফর্ম। এ বছর অ্যাওয়ার্ডের জন্য মোট ৫শ’টিরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৪টি বিচারক প্যানেল বের করে আনেন ৭৯ চূড়ান্ত বিজয়ীকে। বিচারিক কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেছেন এবারের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের জুরি প্রেসিডেন্ট, টিজিএইচ কালেক্টিভ –এর প্রতিষ্ঠাতা ও জিসিসিও এবং এশিয়া প্যাসিফিক গ্লোবাল অ্যাডভাইজরি- এর ক্রিয়েটিভ চেঞ্জ ক্যাটালিস্ট টে গুয়ান হিন।
এ বছর ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড -এ ছিল ১টি গ্রাঁপ্রি অ্যাওয়ার্ড, ১২টি গোল্ড অ্যাওয়ার্ড, ১৬টি সিল্ভার অ্যাওয়ার্ড এবং ৫০টি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড।
এবারের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের তৃতীয় আসর সম্পর্কে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিরেক্টর নাজিয়া আন্দালিব প্রিমা বলেন, ডিজিটাল এবং গতানুগতিক ব্যবস্থার দ্বৈতমাত্রার এই যুগে আমাদের মানবিক সংবেদনকে আরও সক্রিয় করতে হবে। বিপণনকারী ও সৃজনশীল পেশাদারদের উচিত যেকোন সংখ্যাকে সংযোগ ও প্রতিক্রিয়ার জন্য রূপান্তর করা। আর তাহলেই ডিজিটাল ধারণা নতুন বিপণনব্যবস্থার জন্য সম্ভাবনার এক অনন্য সুযোগ সৃষ্টি করতে পারে।
জমকালো এই পুরস্কার অনুষ্ঠানের পূর্বে এদিন দিনব্যাপী ডিজিটাল সামিটের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে শুরু হওয়া এ সম্মেলনটি দেশের ডিজিটাল মার্কেটিং প্রফেশনালদের তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য সর্বোচ্চ প্ল্যাটফর্ম হিসেবে সর্বজনবিদিত।
বিডি প্রতিদিন/ফারজানা