ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) -এর কলেজ অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সম্প্রতি তাদের হোটেল পরিদর্শন পরিকল্পনার অংশ হিসাবে ঢাকার গুলশান ২ এর সিক্স সিজন হোটেল পরিদর্শন করেছে। যা বিভিন্ন কোর্সের জন্য প্রতিটি সেমিস্টারে অনুষ্ঠিত হচ্ছে।
মোঃ ইউসুফ হোসেন খানের (সহকারী অধ্যাপক, কলেজ অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) সহযোগিতায় ও পরিচালনায় ৪০ জন শিক্ষার্থী অত্র হোটেলের কৌশলগত পরিচালনা, আতিথেয়তা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে এসেছেন।
পুরো পরিদর্শনকালে শিক্ষার্থীরা হোটেলের ইএএম মোঃ আল-আমিন ও একাধিক বিভাগের ম্যানেজারদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিল। শিক্ষার্থীদের হোটেলের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিতে এবং সিক্স সিজন হোটেল যে বিভিন্ন ধরণের পরিষেবা দিচ্ছে তা তাদের জানাতে ব্যানকুটে হলে একটি মুক্ত আলোচনার ব্যবস্থা করা হয়েছিল। বক্তৃতাকালে, মোঃ আল-আমিন তাত্ত্বিক এবং শিল্প জ্ঞানের সংমিশ্রণের উপর এই ধরণের হোটেল পরিদর্শনগুলির গুরুত্ব এবং জোরের উপর মনোনিবেশ করেন।
আলোচনার শেষে, শিক্ষার্থীরা একটি হাই-টি সেশনে অংশগ্রহণ করেন ও পাশাপাশি পুরো হোটেলটি ঘুরে দেখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন