২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪৯

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের লংকাবাংলার খাদ্য সহায়তা

প্রেস বিজ্ঞপ্তি

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের লংকাবাংলার খাদ্য সহায়তা

লংকাবাংলা ফাউন্ডেশন কুড়িগ্রামের চিলমারী ও উলিপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিয়েছে লংকাবাংলা। গত ২২ ও ২৩ সেপ্টেম্বর এ সহায়তা দেয়া হয়।

চিলমারী উপজেলার বিভিন্ন চরের এক হাজার পরিবার এবং উলিপুর উপজেলার বিভিন্ন চরের এক হাজার পরিবারের মাঝে দুই হাজারেরও বেশি খাদ্যসামগ্রী প্যাকেট বিতরণ করা হয়। খাদ্য সহায়তা প্যাকের মধ্যে চাল, ডাল, সোয়াবিন তেল, চিড়া, টোস্ট বিস্কুট, গুড় ও লবণ ছিল।

লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর তার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ খাতের জন্য সমর্থন বাড়িয়ে তোলে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচি গ্রহণ করে। বন্যায় ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে ২,০০০ পরিবারের মধ্যে এই ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

মোহাম্মদ কামরুল হাসান এফসিএ, চিফ রিস্ক অফিসার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড; মোঃ জাহাঙ্গীর হোসেন, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি) ও লংকাবাংলা ফাউন্ডেশনের প্রধান; শওকত আলী বীর বিক্রম, উপজেলা চেয়ারম্যান, চিলমারী; কুড়িগ্রাম জেলার বিপিএম সুপারিন্টেন্ডেন্ট  মো. মহিবুল ইসলাম খান এবং স্থানীয় প্রতিনিধিরা ত্রাণ বিতরণে অংশ নেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর