এ যুগের নারীরা সব বিষয়েই খুব সচেতন, সবকিছুই হওয়া চাই একদম নিখুঁত। ব্যক্তিগত জীবন, কর্মজীবন, বন্ধু, আড্ডা, উৎসব, সৌন্দর্য চর্চা- এক কথায় পায়ের নখ থেকে মাথার চুল সব বিষয়েই তাদের সমান নজর থাকে। পান থেকে চুন খসতে পারে, কিন্তু মাথা থেকে চুল নয়। হ্যাঁ, সৌন্দর্য সচেতন নারীদের বক্তব্য এটি। পারফেক্ট হতে হলে চাই ঘন, কোমল, কালো চুল। কারণ চুলের হাসিতে নাকি মন হাসে।
চুলের ক্ষতি দূর করে চুলকে ঘন আর কালো করতে আমলা তেলের জুড়ি মেলা ভার। কিন্তু, পুরনো দিনের দুঃখী আমলা তেল ব্যবহারের দুঃখ অনেক- বিশেষত চিটচিটে ভাব আর উৎকট গন্ধ। ফলাফল, ঘরে কিংবা ঘরের বাইরে ব্যবহার অনুপযোগিতা আর দুঃখী আমলার দুঃখে চুলকে আমলা তেলের উপকারিতা থেকে বঞ্চিত করা।
এই সমস্যার সমাধান একটাই। নিহার ন্যাচারাল’স জবা আমলা তেল। যার নিয়মিত ব্যবহারে চুল হবে ঘন, কালো আর কোমল, সেইসাথে থাকবে না কোন চিটচিটে ভাব কিংবা উৎকট গন্ধ। এতদিন যেকারণে আমলকির উপকারিতা থেকে আপনার চুলকে বঞ্চিত করেছেন, তার জন্য নিরাপদ ও উত্তম সমাধান এটি। নিহার ন্যাচারাল’স জবা আমলাতে আছে আমলা ও জবার প্রাকৃতিক উপাদানের নির্যাসের প্রাচুর্য। ভারতের এক নম্বর হেয়ার অয়েল ব্র্যান্ড নিহার ন্যাচারাল’স-এর এই তেলটির প্রাকৃতিক গুণের পাশাপাশি বিশেষ আরেকটি গুণ হলো এটি নন স্টিকি। যার ফলে চুলে তেল দিয়ে দিব্যি আপনি ডুবে যেতে পারেন আপনার সারাদিনের ব্যস্ততায়। কটু গন্ধ আর চিটচিটে চুল হওয়ার ভয়ে যেই সাধারণ পুরনো দিনের দুঃখী আমলা তেল কে এতদিন এড়িয়ে চলছিলেন, এখন আর সেই ভয়ও নেই। কারণ খুশি চুলের জন্য বাজারে এসে গেছে খুশি আমলা, নিহার ন্যাচারাল’স জবা আমলা হেয়ার অয়েল।
দুঃখী আমলা তেলের দুঃখ ভুলে খুশি আমলা তেল নিহার ন্যাচারাল’স জবা আমলা তেলের ব্যবহারে এবার চুল হবে খুশি। নিহার জবা আমলাতে আছে সেরা আমলা, যা ক্ষতিগ্রস্ত চুলকে করে ঘন ও কালো আর জবা কন্ডিশনিং চুলের রুক্ষতা দূর করে চুলকে করে কোমল। ঘন, কালো আর কোমল হওয়ার পাশাপাশি এই তেল নন-স্টিকি হওয়ায় চুল হবে ঝরঝরে। ঝরঝরে চুলের আত্মবিশ্বাসে সাফল্য ধরা দেবে হাতের মুঠোয়। কারণ কথায় বলে, চুল হাসলে মনও হাসে। এবার দুঃখী চুলের দুঃখী আমলাকে বলতে পারেন বাই, আর খুশি চুলের খুশি আমলাকে বলুন হাই!
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন