২৩-২৪ মার্চ ৫ম উইমেন লিডারশিপ সামিট এবং ৬ষ্ঠ ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড গালা ইভেন্টের মাধ্যমে অসাধারণ উইল ফেস্ট ২০২১ সমাপ্ত হয়েছে।
‘সেলিব্রেটিং ওমেন অফ বাংলাদেশ: ভয়েস. ভিশন. ভিভিড.’ এই প্রতিপাদ্য নিয়ে পুরো ফেস্টটি ভার্চুয়ালি এক বিশাল আকারে অনুষ্ঠিত হয়েছে যা বাংলাদেশের নারীদের তাদের সাহসী ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে অবিস্মরণীয় পরিবর্তন আনয়ন ও চলমান অবস্থাকে চ্যালেঞ্জকারীদের অনুপ্রেরণা, স্বীকৃতি এবং উদযাপন করে।
উইমেন ইন লীডারশিপ(উইল) এর যাত্রাটি ৭ বছরের। উইল এর লক্ষ্য বিভিন্ন পেশার নারীদের তাদের সম্ভাবনার শীর্ষে পৌঁছে দেওয়া এবং ব্যতিক্রমী নারী ব্যক্তিত্ব ও পেশাদারদের স্মরণে উদ্দীপ্ত করা।
উইল বেশ কয়েকটি উপ-প্রকল্পের আয়োজন করেছে গত ৭ বছরে: উইমেন লীডারশিপ সামিট, ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড, বাংলাদেশ উইমেন প্রফেশনালস নেটওয়ার্ক, লীডার্স অফ টুমোরো এবং উইল ম্যাগাজিন।
উইমেন লিডারশিপ সামিটে ইন্টারন্যাশনাল এবং স্থানীয় উল্লেখযোগ্য লিডাররা একত্রিত হন এবং আলোচনায় আনেন নারীর ক্ষমতায়ন, জেন্ডার ইকুয়ালিটি, গ্লাস সিলিং এবং লিঙ্গ বৈষম্যকে ভেঙে দেওয়া এবং পরিবর্তন আনার কথোপকথনকে উৎসাহিত করেন।
৫ম উইমেন লিডারশিপ সামিটের সূচনায় বক্তব্য প্রদান করেন দেশের সর্বাধিক প্রশংসিত ভিজ্যুয়াল শিল্পী, উদ্যোক্তা ও সাংস্কৃতিক প্রভাবশালী ব্যক্তিত্ব নাজিয়া আন্দালিব প্রীমা, প্রেসিডেন্ট , উইমেন ইন লিডারশিপ (উইল), বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক ও ক্রিয়েটিভ সম্পাদক , বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা।
তিনি উইমেন ইন লিডারশিপকে একটি “আন্দোলন” এবং “প্রাপ্য অধিকার” হিসেবে অভিহিত করে বলেন, "উইল বিগত ৭ বছর ধরে বহু স্তরের ইনগেজমেন্টের মধ্য দিয়ে নারী পেশাদারদের হৃদয় এবং আত্মাকে স্পর্শ করার জন্য তার দৃষ্টি অনুসরণ করছে।”এরপর স্পনসরের মূল্যবান বক্তব্য প্রদান করেন খন্দকার শামীম রহমান, জেনারেল ম্যানেজার, সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)।
৫ম ওমেন লিডারশিপ সামিট এর সমাপ্তির পর বহুল প্রতীক্ষিত ৬ষ্ঠ ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড গালা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি এবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশের বিভিন্ন সীমান্তের শীর্ষস্থানীয় নারীদের এবং সাম্যের জন্য প্রগতিশীল সংস্থাগুলিকে স্বীকৃতি প্রদান এবং পুরষ্কৄত করে।
ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড বিভিন্ন প্রান্তের অসামান্য নারী লীডারদের স্বীকৃতি প্রদানের জন্য উইল-এর এই প্রধান পুরষ্কার। ২০২১ ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড ৬ষ্ঠ পুনরাবৃত্তি চিহ্নিত করে। ৬ষ্ঠ ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড স্বীকৃত করে- লীডার্স অফ টুমোরো, ইন্সপায়ারিং ফিমেল প্রফেশনালস ও চেঞ্জমেকারস অফ বাংলাদেশকে। এটি করার মাধ্যমে, অ্যাওয়ার্ডটি বাংলাদেশের নারীদের দায়িত্ব নিতে এবং তাদের সম্ভাব্যতাকে উন্মোচন করতে অনুপ্রাণিত করে।
মোট ২১ জন বিজয়ী, ১ জন প্রথম রানার আপ, ১ জন সেকেন্ড রানার আপ, এবং ১৮ টি বিশেষ সম্মাননা মিলিয়ে ২০ টি বিভাগে স্বীকৃতি দেয়া হয়েছে।
উইমেন ইন লিডারশিপ ফেস্টিভাল (উইল ফেস্ট) ২০২১ জয়া স্যানিটারি ন্যাপকিনের সাথে পার্টনারশিপে উইমেন ইন লিডারশিপ (উইল) এর একটি উদ্যোগ। স্ট্র্যাটেজিক পার্টনার - বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরাম (বিসিএফ) এবং কালারস এফএম ১০১.৬, টেকনোলোজি পার্টনার - আমরা, পিআর পার্টনার - ব্যাকপেজ পিআর এবং ওয়েব সলিউশন পার্টনার - এক্সেনট্রা। এই অনুষ্ঠানের আয়োজনে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
বিডি প্রতিদিন/আবু জাফর