সম্প্রতি এস. এম. মোমতাজুল ইসলাম গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন।
এর আগে তিনি গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিম লিমিটেড এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন।
গোল্ডেন হার্ভেস্ট গ্রুপে যোগদানের পূর্বে, তিনি তার ৩০ বছরের সুদীর্ঘ কর্মজীবনে কোকাকোলা, ইগলু আইসক্রিম ও মিল্ক, পোলার আইসক্রিম, বেঙ্গল মিট, বেলিসিমো আইসক্রিম, দেশি মিট ও লাভেলো আইসক্রিমের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এখন থেকে তিনি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সকল কার্যক্রম পরিচালনা করবেন।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন