কক্সবাজারে সিটি ব্যাংক পিএলসি আয়োজিত ‘শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
‘হ্যাপি এমপ্লয়ীজ, হ্যাপি কাস্টমারস, হ্যাপি শেয়ারহোল্ডারস’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য ছিল ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, শাখাগুলোর পারফরমেন্স মূল্যায়ন এবং প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবা বিস্তারের পথ নির্ধারণ।
অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক রেবেকা ব্রোসন্যান, মতিউল ইসলাম নওশাদসহ অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশের শাখা ও সিটিজেম সেন্টারের ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন। এসময় ২০২৪ সালের সেরা শাখা ও ব্যবস্থাপকদের সম্মেলনে পুরস্কৃত করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ