রাজশাহীতে ২২ বছর ধরে বন্ধ থাকা সরকারি মালিকানাধীন রাজশাহী টেক্সটাইল মিলকে পুনর্জীবিত করছে প্রাণ-আরএফএল গ্রুপ।
‘বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড’ নামে চালু হতে যাওয়া এই কারখানাটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিটিএমসির সঙ্গে যৌথভাবে পরিচালিত হবে।
প্রাণ-আরএফএলের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল সোমবার ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জানান, প্রায় ২৬ একর আয়তনের এই পরিবেশবান্ধব কারখানায় জুতা, ব্যাগ ও পোশাক তৈরি হবে। দুই বছরের মধ্যে প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
প্রকল্পটিকে গ্রীন ইন্ডাস্ট্রিয়াল পার্কে রূপান্তরের লক্ষ্যে থাকবে সোলার এনার্জি, গ্রীন জোন ও ওয়াটার রিসাইক্লিং ব্যবস্থা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ