আসন্ন ঈদুল আযহার আনন্দ আরও বাড়িয়ে দিতে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গত বছরের ন্যায় এবছরেও ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-২ অফার ঘোষণা করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিনিস্টার - মাইওয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর অফারটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডিলার চ্যানেলের নির্বাহী পরিচালক, মো. ইসহাক জোয়াদ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মাহমুদুর রহমান খান, কর্পোরেট চ্যানেলের পরিচালক কর্ণেল মাহবুবুর রহমান (অব:) এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন সোহেল কিবরিয়াসহ ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ।
এই অফারের মাধ্যমে মিনিস্টার ফ্রিজ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে গ্রাহক পেয়ে যেতে পারেন গরু, ফ্রিজ, ক্যাশ ভাউচার, নিশ্চিত ডিসকাউন্টসহ আকর্ষণীয় উপহার।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বলেন, মিনিস্টার সবসময় গ্রাহকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে।
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, ''গত বছরে মত এবছরও ঈদুল আযহাকে সামনে রেখে আমরা ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-২ অফার ঘোষণা করছি। আশা করছি এবছরও গ্রাহকদের ব্যাপক সাড়া পাবো।''
তারা আরও ঘোষণা করে, মিনিস্টার এসি নগদ কিনলে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ১২ হাজার টাকার নগদ মূল্যছাড় এবং এক্সচেঞ্জ অফারে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট ও ফ্রি ইনস্টলেশন। এছাড়াও মিনিস্টার অ্যান্ড্রয়েড টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, গ্রাইন্ডার,ইলেক্ট্রিক কেটলী, আয়রন, ফ্যানসহ সকল হোম এপ্লায়েন্স পণ্যের উপর থাকছে বিশাল ডিসকাউন্ট।
বিডি প্রতিদিন/মুসা