বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের নতুন সংযোজন ‘বসুন্ধরা এক্সট্রিম এরোসল-ইনসেক্ট কিলার’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের লেভেল-৫ এর ট্রেনিং হলে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা এক্সট্রিম এরোসল একটি শক্তিশালী ও কার্যকর মশা এবং অন্যান্য পোকামাকড়নাশক স্প্রে, যা বাজারে বিদ্যমান পণ্যগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে পণ্যের উপাদান, কার্যকারিতা ও বাজারে সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, বসুন্ধরা গ্রুপ। তিনি বলেন, বসুন্ধরা এক্সট্রিম এরোসল আমাদের ঘরোয়া নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকনগুনিয়াসহ সকল ধরনের মশাবাহী রোগ প্রতিরোধ করতে বসুন্ধরা গ্রুপ পণ্যটি বাজারে নিয়ে এসেছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এই পণ্য তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট পরিমাণে এটি ব্যবহার করলে এটি মশাসহ ঘরের অন্যান্য পোকামাকড় মারতে সহায়ক।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহেদ জাহিদ, চিফ অপারেটিং অফিসার, সেক্টর-সি, বসুন্ধরা গ্রুপ। তিনি বলেন, পণ্যটি দেশের সর্বত্র পৌঁছে দিতে সব ধরনের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা গ্রুপ। এই পণ্যটি বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষদের কাছে ভোক্তার চাহিদা অনুযায়ী পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।
এ ছাড়া অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই