বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

প্রসূতি মৃত্যুর ঘটনায় পাঁচ লাখ টাকা জরিমানা ক্লিনিক সিলগালা

কুলাউড়া পলি ক্লিনিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করে ক্লিনিকের সব অস্থাবর সম্পত্তি জব্দসহ কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামসুল ইসলামের নেতৃত্বে আদালত পরিচালনাকালে ওই ক্লিনিকের কর্মকর্তা ও কর্মচারীদের ডিগ্রি ভুয়া প্রমাণিত হওয়ায় তাদের ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ক্লিনিকের বৈধ কোনো কাগজপত্র না থাকায় ছয় পরিচালককে তিন লাখ টাকা জরিমানা করা হয়। প্রশাসনিক কর্মকর্তা সজল সিংহ, ভুয়া ২ নার্স শেফালি ও শিউলীকে ৩০ হাজার টাকা এবং আদালত পরিচালনাকালে ভুয়া মালিক সেজে আদালতের কার্যক্রমে বিঘ্ন ঘটানোয় বনফুলের স্বত্বাধিকারী নোমানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর