নোয়াখালীতে গতকাল থেকে টানা ২ দিনে প্রবল অবিরাম বর্ষণে জেলা শহর মাইজদী সহ অপর নিম্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জন জীবনে চরম ভোগানি্ত দেখা দিয়েছে।
অবিরাম বর্ষনে জেলা শহর মাইজদী প্রধান সড়কের দু'পাশ, জেলা প্রশাসক ও জেলা জজ আদালত প্রাঙ্গন, জেলা জামে মসজিদ সড়ক, ইসলামীয়া সড়ক, হাসপাতাল সড়ক, লক্ষীনারায়নপুর, মাইজদী হাউজিং এলাকা, দত্তেরহাট, কৃষ্ণরামপুর বোর্ড অফিস সংলগ্ন রাস্তা, উত্তর সোনাপুর, অধিকাংশ স্থানে ২/৩ ফুট পানি জমে গেছে।