পারিবারিক মামলার আসামীর খোঁজে নিতে গেলে জামায়াত কর্মী আশরাফুল ইসলামের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন সদর থানার এ এস আই একরামুল হক।
আজ সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার রাজনগর গ্রামের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। আহত এ এস আই একরামুল হক বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত এ এস আই একরাম জানান, রাজনগরের শেখপাড়ায় যেয়ে কয়েকজনকে আসামী বাবর আলীর বাড়ি কোথায় জানতে চাই। এ সময় জাময়াত কর্মী আশরাফুল পুলিশ এসেছে বলে তাকে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে সে ক্ষুব্ধ হয়ে ধারালো হাসুয়া দিয়ে আমাকে দুইটা কোপ মারে।মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান জানান, এ এস আই একরাম সিভিলে কনষ্টেবল শাহিনকে নিয়ে পারিবারিক (১৯/২৯৪) মামলার আসামী বাবর আলী সম্পর্কে খোজে নিতে যায়। এ সময় রাজনগর শেখপাড়া গ্রামের জামায়াত নেতা আশরাফুল ইসলাম তার উপর হাসুয়া দিয়ে অতর্কিত হামলা চালায়। ঘটনার পরপরই ওসির নেতৃত্বে পুলিশের একটি দল রাজনগরে অবস্থান করছে বলে জানান এ কর্মকর্তা।