চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও নেত্রকোনায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৯৫ জন। এর মধ্যে বিজ্ঞানে ৯৩, মানবিকে ১ ও হিসাব বিজ্ঞানে ১ জন।
গত বছর ওই বিদ্যালয় থেকে ১৮০ জন জিপিএ ৫ পেয়েছিল। দ্বিতীয় হয়েছে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২৬১ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮৭ জন। এর মধ্যে বিজ্ঞানে ৮০, মানবিকে ১, হিসাব বিজ্ঞানে ৬ জন।
দত্ত উচ্চ বিদ্যালয় থেকে ২৮৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৬৬ জন। জিপিএ ৫ পেয়েছে ১৮ জন। জেলার আটপাড়ার বনিয়াজান সিটি উচ্চ বিদ্যালয় থেকে ১৭ জন জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞানে ১৬, মানবিকে ১, টিএসএস বালিকা উচ্চ বিদ্যালয় একজন ও গোপালাশ্রম উচ্চ বিদ্যালয়ে একজন জিপিএ ৫ পেয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩০ মে, ২০১৫/ রশিদা