হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলার আসামি রুবেল অপ্রাপ্তবয়স্ক দাবি করায় অভিযোগপত্রের ওপর শুনানি অনুষ্ঠিত হয়নি। গতকাল দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার আগামী সাত দিনের মধ্যে রুবেলের সঠিক বয়স কত তা নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি কারাগারে থাকা ৫ আসামির জামিন আবেদন না মঞ্জুর করে। আগামী ২৮ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। আদালত সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ মামলাটির অভিযোগপত্র গ্রহণ নিয়ে বার বার সময় ক্ষেপণ হলেও গতকাল অভিযোগপত্র গ্রহণ হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল। কিন্তু আসামি পক্ষ সময় ক্ষেপণের কৌশল গ্রহণ করায় মামলাটির এখনো বিচারকাজ শুরু করা যাচ্ছে না। অথচ সিলেটের আলোচিত রাজন হত্যা মামলাটির দ্রুতবিচার হয়ে উদাহরণ সৃষ্টি করে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম জানান, যদি কোনো আসামি শিশু হয় তাহলে তা শিশু আদালতে বিচার হওয়ার বিধান। তাই আসামি রুবেল নিজেকে শিশু দাবি করায় তা নির্ধারণের জন্য আদালত মেডিকেল রিপোর্ট-এর আদেশ দেয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, বিভিন্ন কারণে মামলার অভিযোগপত্র গ্রহণে বিলম্ব হচ্ছে। আসামিরা কৌশলে এই বিলম্ব ঘটাচ্ছে। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আবদুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আবদুল কাদিরের পুত্র ইসমাঈল হোসেন (১০) নিখোঁজ হয়। ১৫ ফেব্রুয়ারি সকালে সুন্দ্রাটিকি গ্রামের দিনমজুর কাজল মিয়া প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে করাঙ্গী নদীর পাশে মাটি কাটতে গিয়ে মাটিচাপা অবস্থায় ৪ শিশুর লাশ দেখতে পান। পরে লাশগুলো উত্তোলন করে ময়নাতদন্ত শেষে ওই দিন রাতে দাফন করা হয়। এ ব্যাপারে দায়ের করা মামলায় ৫ আসামি কারাগারে, ২ জন পলাতক ও ২ জন জামিনে রয়েছেন। অন্যতম আসামি বাচ্চু মিয়া র্যাবের সঙ্গে ক্রসফায়ারে মারা গেছেন।
শিরোনাম
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
শিশু হত্যা মামলার আসামি অপ্রাপ্তবয়স্ক, শুনানি হয়নি
সাত দিনের মধ্যে মেডিকেল রিপোর্ট দেওয়ার নির্দেশ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর