রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

১২ জেলায় ১৫ খুন

১২ জেলায় খুন হয়েছেন ১৫ জন। গত মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত এসব হত্যার ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম : চান্দগাঁও থানা এলাকায় বৃহস্পতিবার রাতে লুডু খেলা নিয়ে দুই বন্ধু রাজু ও আরিফের ঝগড়ার একপর্যায়ে রাজু আরিফের কোমরে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে গতকাল তিনি মারা যান। এদিকে সীতাকুণ্ড উপজেলার পাক্কা রাস্তার মাথা এলাকায় পাওনা টাকা নিয়ে শফিক ও আকবরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আকবর শফিককে ছুরিকাঘাত করে। স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া বুধবার রাতে বাঁশখালী উপজেলার চাম্বল গ্রামে সরোয়ার নামে এক যুবক ও নগরীতে মঙ্গলবার রাতে শফিক নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।  কুমিল্লা : সদর দক্ষিণ উপজেলার সামবকশিতে ইটভাটার নৈশ প্রহরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত আবুল বাশার ওই উপজেলার বল্লভপুর গ্রামে। দিনাজপুর : জেলায় খাদেমুল ইসলাম নামে এক যুবককে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা করে সন্ত্রাসীরা। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফারজানাকে আটক করে পুলিশ। খাদেমুল দিনাজপুর সদর উপজেলার গোয়ালপাড়া বেলবাড়ীর ডিজার আলীর ছেলে। ঝিনাইদহ : মাগুরার শালিখা উপজেলার  চটকাবাড়িয়া গ্রামে শুক্রবার রাতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় জলিল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। টাঙ্গাইল : কালিহাতীর এলেঙ্গায় নির্মাণাধীন ফিলিং স্টেশন থেকে আরিফুর রহমান নামে এক যুবকের গলিত লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। আরিফ ওই ফিলিং স্টেশনের মালিক মান্নান মিয়ার ছেলে।  পাবনার চাটমোহরে নবীর হোসেন নামে এক ব্যক্তি, বাগেরহাটের রামপালে চিংড়ি খামার থেকে অজ্ঞাতব্যক্তি, ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা পুরুষ, সদরে বিউটি বেগম নামে এক নারী, নাটোরের বড়াইগ্রামে রঞ্জু নামে দাদন ব্যবসায়ী খুন হয়েছেন। এছাড়া চুয়াডাঙ্গার পৌর এলাকা এবং মাদারীপুর  সদরে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর