জিয়াউর রহমানের বীরোত্তমের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে জেলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বিভিন্ন স্থানে মিছিলে পুলিশি বাধার অভিযোগ করেছেন নেতা-কর্মীরা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— বরিশাল : বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি। সংগঠনের মহানগর সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জিয়াউদ্দিন শিকদার জিয়া, মনিরুল হাসান মনির, আনোয়ারুল হক তারিন, মাসুদ হাসান মামুন, মাইনুল ইসলাম মানিক, শামীমা আকবর প্রমুখ। সমাবেশ শেষে দলীয় কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হলে সদর রোডের সামনে অশ্বিনী কুমার হলের গেটে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত পুলিশ তাদের মিছিল করতে দেয়নি। এছাড়া দলীয় কার্যালয়ের এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে দক্ষিণ জেলা এবং মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে উত্তর জেলা বিএনপি অশ্বিনী কুমার হলের সামনে পৃথক সমাবেশ করে। রাজশাহী : নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির দলটির নেতা-কর্মীরা। তবে দুই দিক থেকে পুলিশ ঘিরে রাখায় মিছিল নিয়ে রাস্তায় নামতে পারেননি তারা। সমাবেশে সভাপতিত্ব করেন মিজানুর রহমান মিনু। বক্তব্য রাখেন, রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন প্রমুখ। নরসিংদী : জেলা বিএনপির কার্যালয়ে খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তোফাজ্জল হোসেন মাস্টার, সুলতান উদ্দিন মোল্লা, গোলাম কবীর কামাল, মহসিন হোসেন বিদ্যুৎ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কবির হোসেন, নজরুল ইসলাম ভুইয়া। বগুড়া : শহরের নবাববাড়ী রোডে জেলা কার্যালয়ের সামনে ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জয়নাল আবেদীন চাঁন, মুক্তিযোদ্ধা মো. শোকরানা, ফজলুল বারী বেলাল, লাভলী রহমান, নাজমুল হুদা পপন, শাহ মেহেদী হাসান হিমু, আবুল বাশার, শরাফত জামান পাশা প্রমুখ। জামালপুর : দুপুরে স্টেশন বাজার এলাকায় আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে পৌর মেয়র ওয়ারেছ আলী মামুন, লিয়াকত আলী, শহিদুল হক খান দুলাল, গোলাম রব্বানী, মশিউর রহমান, মাইনুদ্দিন বাবলু, ফিরোজ মিয়া, মিজানুর রহমান মিজান, সজিব খান প্রমুখ বক্তব্য রাখেন। নীলফামারী : শহরের পৌর সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশ করেন নেতা-কর্মীরা। সমাবেশে মীর সেলিম ফারুক, গোলাম মোস্তফা রঞ্জু, সম্পাদক আল মাসুদ ও মোর্শেদ আযম বক্তব্য দেন। সমাবেশের আগে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় মূল সড়কে যেতে পারেনি। শরীয়তপুর : জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন কালু সরদারের বাড়ি থেকে শহরের প্রধান সড়কের দিকে মিছিল যাওয়ার সময় পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন— সরদার নাসির উদ্দিন কালু, টিপু মাদবর, সালাম সাহ, অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু প্রমুখ। মাদারীপুর : জেলা বিএনপি পুরান শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বক্তব্য রাখেন জাহান্দার আলী জাহান, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির, মো. আজিজুর রহমান প্রমুখ। ঝিনাইদহ : জেলা কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখার কারণে মিছিল করতে না পেরে প্রতিবাদ সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান। সুনামগঞ্জে : শহরের পৌরবিপণি থেকে নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মিছিল বের হলে ট্রাফিক পয়েন্টে পুলিশের বাধার মুখে সমাবেশ করেন নেতা-কর্মীরা। বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, আবদুল লতিফ জেপি, অ্যাডভোকেট মাসুক আলম প্রমুখ। টাঙ্গাইল : শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কৃষিবিদ সামছুল আলম তোফা, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। উপস্থিত ছিলেন ছাইদুল হক ছাদু, আতাউর রহমান জিন্নাহ, আবুল কাসেম, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, একে এম মনিরুল হক মনির, শফিকুর রহমান শফিক, শাহ আলম প্রমুখ। খাগড়াছড়ি : জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ চাকমা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী। নোয়াখালী : জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে যায়। পরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে গিয়ে জড়ো হন নেতা-কর্মীরা। পরে আইনজীবী ভবনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ
বিভিন্ন স্থানে পুলিশের বাধা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর