শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

করতোয়া বাঁচাও দাবিতে নৌকাবাইচ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

করতোয়া বাঁচাও  দাবিতে  নৌকাবাইচ

বগুড়ায় করতোয়ায় নৌকাবাইচ

নদী বাঁচাও করতোয়া বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে দেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হলো। গতকাল বিকাল সাড়ে ৪টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আয়োজনে বগুড়া শহরের বেজোড়ার ষষ্ঠীতলায় নৌকা বাইচের উদ্বোধন করেন বগুড়া পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। বেজোড়ার ষষ্ঠীতলা থেকে শুরু হয়ে ভাটকান্দির শেষ সীমানা ডেফলতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচে অংশগ্রহণ করে ৪টি নৌকা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন বেজোড়া যুব উন্নয়ন সংঘের সভাপতি আজিজার রহমান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নৌকা বাইচের মধ্য দিয়ে করতোয়া রক্ষা করার আন্দোলনকে আরও গতিশীল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। নৌকা বাইচের উদ্যোগটি গ্রহণ করে বেজোড়া যুব উন্নয়ন সংঘ ও গ্রাম থিয়েটার।

সর্বশেষ খবর