মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মেহেন্দিগঞ্জে ইউপি সদস্য শেরপুরে হাফেজ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও শেরপুর প্রতিনিধি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার খাজুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কালু বেপারী (৫৫) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় গতকাল দুপুরে মেহেন্দিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। গত শুক্রবার বিকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ কালু একই উপজেলার ১২ নম্বর খাজুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরবউধুয়া গ্রামের বাসিন্দা। এদিকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানি বাজার এলাকা থেকে মো. সাদ্দাম হোসেন নামে এক কোরআনের হাফেজ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সাদ্দামের বাড়ি নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে। বাবার নাম আলিমউদ্দিন। রবিবার সন্ধ্যার দিকে সাদ্দাম বাড়ি থেকে তিনানি বাজার এলাকায় বাজার করতে এলে চার ব্যক্তি সাদ্দামকে তুলে নিয়ে যায়। সাদ্দাম একপর্যায়ে তার এক বন্ধু শাহজাহানকে নিজস্ব মোবাইল দিয়ে ফোন করে শুধু এটুকু জানিয়েছেন— ‘চার ডিবি পুলিশ তাকে ধরে নালিতাবাড়ী থানায় নিয়ে যাচ্ছে।’ এরপর থেকে সাদ্দামের মোবাইল বন্ধ। সাদ্দামের পকেটে গরু বিক্রির ২১ হাজার টাকা ছিল। রাতে পুলিশের কাছে খোঁজ নিয়ে সাদ্দামের কোনো হদিস পাননি বলে জানিয়েছেন তার ভগ্নিপতি মিজান। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার জানিয়েছেন, পুলিশের কোনো ইউনিট সাদ্দামকে ধরেনি। এদিকে হাফেজের নিখোঁজ হওয়া নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ খবর